![]()
বাগমারা প্রতিনিধি
বন্ধুত্বের বন্ধন কে আঁকড়ে ধরে রাখতে বাগমারায় ১৯৮৪ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা মিলে কমিটি গঠন করে নানা সময়ে উৎসব আনন্দে মেতে ওঠে। ২০১৭ সাল থেকে প্রতি বছরই তাদের মিলন মেলা ঘটে উপজেলা সদর ভবানীগঞ্জে।
এই বন্ধনের উপজেলা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবু তালেব মৃত্যু বরন করায় শনিবার (২১ডিসেম্বর) বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক কে সভাপতি নির্বাচিত করা হয়। সাধারন সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন সুলতান আহমেদ। ভবানীগঞ্জস্থ্য শিশু ও শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ৮৪ ব্যাচের বন্ধুরা মিলে এক সভার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহন করে।
এদিকে সভা শেষে সাবেক সভাপতি প্রয়াত আবু তালেব এর কবরের পাশে গিয়ে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ জানুয়ারী স্মৃতিপটে এসএসসি-৮৪ ব্যাচের অষ্টম পূনর্মিলনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।



